গাংনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনী(মেহেরপুর)সংবাদদাতাঃ “প্রাথমিক শিক্ষার দিপ্তী, উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা শিক্ষা অফিস। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাহিদুজ্জামান খোকন এমপি। উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদো পাল ও গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার । অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।