গাংনীতে মাদক কারবারী কালাম আটক
মজনুর রহমান আকাশ, গাংনী,মেহেরপুর|| মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-৬ গাংনী ক্যাম্পের যৌথ টীম অভিযান চালিয়ে মাদক কারবারী আবুল কালামকে (৪০) গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালামের নিজবাড়ি গাংনীর তেরাইল গ্রামে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ৮পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। আবুল কালাম তেরাইল গ্রামের সুলতান হোসেনের ছেলে। সে এলাকার চিহ্নিত ও আলোচিত মাদক ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গাংনী র্যাব -৬ যৌথ অভিযান চালিয়ে কালামকে হয় ৮পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকাসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।