প্রধান মেনু

গাংনীতে ফেন্সিডিল ও গাজাসহ তিনজন মাদক কারবারি আটক

মজনুর রহমান আকাশ, গাংনী(মেহেরপুর)ঃ মেহেরপুরের গাংনী থানা পুলিশ সোমবার রাতে পৃথক পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চার বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা। আটকরা হচ্ছে- এ উপজেলার দিঘলকান্দি গ্রামের শরীফ উদ্দীন শেখ (৫৫) ও একই গ্রামের ফারুক হোসেন(৪০) এবং কাজিপুর গ্রামের আব্বাছ আলী(৩২)। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, দিঘলকান্দি গ্রামের শরীফ উদ্দীন শেখ ও ফারুক হোসেন গাঁজা বিক্রির জন্য নিজ হেফাজতে গাঁজা রাখছিল। সংবাদ পেয়ে এসআই সাহাব উদ্দীন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এদেরকে আটক করে। অপরদিকে সিমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে বাড়ি যাবার সময় এসআই অজয় কুমার তাকে আটক করে। মঙ্গলবার সকালে এদের বিরুদ্ধে মাদক মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।