প্রধান মেনু

গাংনীতে একুশে ফেব্রুয়ারী

 গাংনী,প্রতিনিধি মেহেরপুরঃ  একুশের প্রথম প্রহরে শহীদ মিনার ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের জনগন। রাত বারটা এক মিনিটে গাংনী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে নামে মানুষের ঢল। গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল ও কৃষি অফিসার কেএম শাহাব উদ্দীনসহ কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এর পরে এমপির পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পর্যায়ক্রমে গাংনী থানার পক্ষে ওসি হরেন্দ্র নাথ সরকার ও ওসি তদন্ত সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার মুন্তাজ আলী ও আমিরুল ইসলাম, গাংনী প্রেস ক্লাবের পক্ষে সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন।

আজ সকাল ৮টায় পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজ উদ্যোগে প্রভাতফেরি শেষে শহীদ মিনারে উপস্থিতি হয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন।সেখানে ভাষা দিবসের সংক্ষিপ্ত লোচনা শেষে র‌্যালী করে শহর প্রদক্ষিণ করা হয়। মজনুর রহমান আকাশ গাংনী, মেহেরপুর