প্রধান মেনু

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্য

শফিউর রহমান সেলিম|| গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের (৮) নামে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  আজ রবিবার দুপুর ১ টায় পাশের বাড়ির পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তারে জড়িয়ে  বিদ্যুতায়িত  হয়ে তার মৃত্যু হয়। জুবায়ের রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের দুলাল উদ্দিনের ছেলে।  সে ধোপাঘাট স্থানীয়  ব্র্যাক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র। তড়িতাহত হয়ে জুবায়ের মারা যায় বলে নিশ্চিত করেন রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলম।