প্রধান মেনু

গফরগাঁওয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গফরগাঁও(ময়মনসিংহ), প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা গোলন্দাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এর আগে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্ধোধন করেন ফাহমি গোলন্দাজ এমপি ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, জেলা পরিষদ সদস্য দিলরুবা আক্তার কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাত খান , সংসদ সদস্যের একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল ,ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, মাসুদুজ্জামান মাসুদ ,কাউন্সিলর শাহজাহান সাজু, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম প্রমুখ। এছাড়ারও উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।