গত দশ বছরে যে অভাবনীয় সাফল্য এসেছে তা বিশ্বকে জানাতে হবে — পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, গত দশ বছরে যে অভাবনীয় সাফল্য এসেছে সেগুলো বিশ্বকে জানাতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে-বিদেশে দু’বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয় জনগণকে জানানো হবে। এ বিষয়ে দূতাবাসসমূহকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি পালন করা হবে। বঙ্গবন্ধুকে জানলে দেশকে জানা হবে, দেশের ইতিহাসকে জানা যাবে।
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman vol-1 and 2 বই বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই তাঁর খুনিদের দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মন্ত্রী জানান, এ বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহ গত ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত সারাবছর ওয়ার্কশপ, সেমিনার ও সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ২৪ বছরের নির্যাতন ও সংগ্রামের মাধ্যমে জনগণের মধ্যে স্বাধীনতার চেতনা সৃষ্টি হয়েছে। আর সেই সৃষ্টির নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর বড় কীর্তি হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠা। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, বঙ্গবন্ধু ততদিন টিকে থাকবে। তিনি সারা জীবন ন্যায়, নির্যাতিত ও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। ড. মোমেন বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে ন্যায় ও জনগণের মঙ্গল প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের কাজ করা এবং বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করার আহ্বান জানান।