গত তিন মাসে ৫০ জন আটক, বন্দুকযুদ্ধে নিহত- ৩ গাংনীতে মাদক পাচারকারীরা আবারো বেপরোয়া
মজনুর রহমান আকাশ, গাংনীঃ গাংনীতে মাদক পাচারকারীরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। মাদক ব্যবসায়িদের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটেছে। চিহ্নিত মাদক ব্যবসায়িরা পুলিশের হাতে আটক হওয়া ও আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়িরা শর্তভঙ্গ করে আবারো শুরু করছে মাদক পাচার। তবে প্রশাসন বলছে অন্যকথা। তাদের মতে মাদক কারবারীরা নির্বিঘ্নে মাদক পাচার করতে পারবে না। প্রশাসন তৎপর রয়েছে।
ইতোমধ্যে বেশ কিছু মাদক ও মাদক পাচারকারীদেরকে আটক করা হয়েছে বলেও দাবী করেন তারা। প্রাপ্ত তথ্যমতে, গাংনী সীমান্তের ধলা, রংমহল, কাজীপুর, শহড়াতলা, তেতুঁলবাড়িয়া, পীরতলা ও বামন্দি এলাকায় শতাধিক চিহ্নিত মাদক পাচারকারী রয়েছে। প্রতিদিন ভারত থেকে মদ গাঁজা হেরোইন ও ফেন্সিডিল পাচার করে বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে পাচারকারীরা। এ ছাড়াও ইয়াবা পাচার করে ছড়িয়া দেয়া হচ্ছে যুব সমাজের মাঝে।
মাঝে মধ্যে দু’একটি চালান ধরা পড়লেও সেটি বৃহত্তম চালানের ক্ষুদ্র একটি অংশ বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ গাংনী ও মেহেরপুর অঞ্চলের শত শত যুবক প্রতিদিনই কাজীপুর, রংমহল, খাসমহল, পীরতলা, ধলা সীমান্তে এসে ফেনসিডিল, গাঁজাসহ নানা ধরনের মাদক গ্রহণ করে বেপরোয়াভাবে গাড়ি চালালেও প্রশাসন কোন প্রতিবাদ করে না।
জানা গেছে, গত তিন মাসে পুলিশ ৫০ জন মাদক পাচারকারীকে আটক করে। একই সময়ে ক্ষমতার দাপট অভ্যন্তরীণ কোন্দল ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়েছে। গত ১৭ মার্চ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারীদের দু’পক্ষের গুলাগুলিতে মাদক কারবারী বুদু আলী (৩০) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরী ১টি ওয়ান শুট্যারগান উদ্ধার করা হয়েছে। ১১ এপ্রিল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে দুপক্ষের গোলাগুলিতে মাদক কারবারী ফজলুল হক ওরফে ফজু (৪৫) নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ২০ মে গাংনী উপজেলার করমদি গ্রামে দু’দল মাদক কারবারীর মধ্যে গোলাগুলিতে মাদক কারবারী নাজমুল হোসেন (২৮) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশিয় পিস্তল, এক কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, সীমান্ততবর্তী এলাকা হওয়ায় এখানে চোরাকারবারীরা অনায়াসে মাদক পাচার করে থাকে। তবে মাদক পাচারকারীদের বিরুেেদ্ধ পুলিশও বেশ তৎপর। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারীদেরকে আটক করা হচ্ছে। ইতোমধ্যে যারা গড়ফাদার তারা এলাকা ছেড়েছে। এ অভিযান চলছে ও চলবে।