খোকসা জমিজমা কে কেন্দ্র করে ছোট ভায়ের দায়ের আঘাতে বড় ভাই গুরুতর আহত
মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া ঃকুষ্টিয়ার খোকসা ওসমানপুর ইউনিয়নের আজইলগ্রামের আকবর আলীর সেজ ছেলে আব্দুল মজিদ (৪০) কে দা’দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছোট ভাই মতিন (৩৫)। বাড়ির জমি বিরোধে ছোট ভাই আব্দুল মতিন (৩৫) দায়ের আঘাতে বড় ভাই আব্দুল মজিদ ((৪০) গুরুতর আহত হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, পারিবারিক জমি জমি বিরোধকে কেন্দ্র করে গত দু’বছর আগে ছোট ভাই আব্দুল মতিন তার বড় ভাবিকে গুরুতর আহত করে। সে সময় দু’ভাই একে অপরের আসামী করে খোকসা থানায় মামলা করে। ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাব্লু বিষয়টি মিমাংসার জন্যবেশ কয়েকবার গ্রাম্য শালিস করে। কিন্ত কোন কুল কিনারা হয়নি।
এরই জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির মাঝ দিয়ে বেড়া দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে থাকা দা’এর কোপে গুরুতর আহত হয়ে খোকসা হাসপাতালে চিকিৎসাধীন আছে বড় ভাই আব্দুল মজিদ।ডাক্তার অনুপ কুমার জানান হেড ইন্জুরির কারনে রুগীর অবস্থা গুরুতর। চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তী আছে। এদিকে আহত আব্দুল মজিদের বাবা আকবর আলী বলেন, দুই ভাইয়ের মাঝে জিদাজেদির করনে ওরা এখন কারই কথা রাখে না। ঝগড়ার এক পর্যায়ে আজ এঘটনা ঘটেছে। এ ব্যাপারে খোকসা থানায় কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি বলে থানা সূত্রে জানা গেছে।