প্রধান মেনু

বালির ট্রাকের ধাক্কায় নিহত

(মিলন খান):
খোকসা ক্লাব মোড়ে সড়ক দুর্ঘটনায় কলা ব্যবসায়ী সানোয়ার উদ্দিন ওরফে সনো (৬০) মারাগেছে। আজ শনিবার দুপুর ১ টার সময় ক্লাবমোড় থেকে বাইসাইকেলে কুমারখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পিছন দিক থেকে বালিবাহি একটি ট্রাক ধাক্কাদিলে কলা ব্যবসায়ী সানোয়ার গুরুতর আহত হয়। আহত সানোয়ার কে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়। রুগীর অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে পাঠায়। আহত সনো কে খোকসা হাসপাতাল থেকে ফরিদপুর নেওয়ার পথেই মারা যায়।

নিহত সানোর স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন। নিহত সানোয়ারের ভগ্নিপতি লুৎফর জানান এ বিষয়ে মামলা করে কি হবে, আমরা মামলা করবনা। এ ব্যাপারে খোকসা থানার ওসি মোঃ নাজমুল হুদা জানা এরকম কোন ঘটনা আমার জানা নাই।