খোকসায় বালক অপহরণের ৩দিন পর মুমূর্ষ অবস্তায় উদ্দার
মোঃআকরাম হোসেন কু্ষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা থানা পাড়ার চায়ের দোকানদার মোঃনিজাম উদ্দিনের ছেলে মোঃনাজমুল হক (শান্ত) নামে ১৭ বছরের এক বালককে, গত বরিবার কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায় এ ব্যপারে খোকসা থানায় ডায়রী করেন নং ৯৮১ এ ব্যপারে তদন্তকারী কর্মকর্তা জানান মোবাইলে ট্যাগ করে জানাযায় তাকে খোকসা উপজেলার মধ্যেই রাখা আছে। ঘটনার ৩ দিন পর।
আজ খোকসা জানিপুর পাইলটের মধ্যে অপহরণ করিরা নাজমুল হক (শান্তর) মুখের মধ্যে গেন্জি ঢ়ুকিয়ে হাত পায়ে সাদা টেপ জরানো অবস্তায় পাওয়া জায়।
মারাত্মক আহত অবস্তায় বালকটি উদ্ধার করেন আজ সকাল সাড়ে ৭ টার দিকে স্কুলের শিক্ষক বুদো মাষ্টার পরে খোকসা হাসপাতালে নিলে কর্তবরত ড়াঃরওনক জামিল পিয়াস বলেন সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মোটামুটি ভাল তার শরীরে কোন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।
পরে তাকে চিকিৎসা দিয়ে দিয়ে এস,এস,সি পরিক্ষার কেন্দ্রে পরিক্ষা দিতে পাঠানো হয় ।
তারপর পরিক্ষা শেষে সমম্ত ছাত্র ছাত্রীরা এক বিশাল মানব বন্ধন ও র্যালি বের করে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে উপজেলা চত্তরে যেয়ে শেষ করেন এবং ছাত্র ছাত্রীরা দাবি রাখেন এই ভাবে আমাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে আমরা সবাই এখন আতর্ক অবস্তায় আমরা নিরাপত্তা চাই। এবং দ্রত এ অপরাধীদের শাস্তির দাবি জানান