প্রধান মেনু

খোকসায় জেলা পরিষদ সদস্য রোজী শীতার্তদের কম্বল ১০০ টাকায় বিক্রয়ের অভিযোগ।

মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোজি সুলতানার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছে। বাংলাদেশ সরকারের সহায়তা তহবিল শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরনের আওতায় কুষ্টিয়া জেলা পরিষদ ফান্ড থেকে খোকসা উপজেলায় অসহায় দুস্থদের মাঝে একশত কম্বল বিতরণের বরাদ্দ আসে।  কিন্তুু গরীবের রক্ত চোষা দুর্নীতিবাজ রোজি সুলতানা ১০০ টাকার বিনিময়ে  দুঃস্থদের  কম্বল বিক্রয় করেছেন বলে জানা গেছে।
গত শুক্রবার রোজী সুলতানার বাড়িতে কম্বল বিতরণ করা হয়। জাহেদা খাতুন নামের এক বৃদ্ধ মহিলা বলেন টাকা দিতে না পারায় আমি কম্বল পাইনি কান্নায় ভেঙে পড়েন আর বলেন যারা টাকা দিয়েছে তারাই কম্বল পেয়েছে আমরা টাকা  দিতে পারি নাই আমরা কম্বল পাইনি।
নাম প্রকাশে অনিচ্ছুক  তার বিরুদ্ধে আরও অনেকে মুখ খুলতে ভয় পায়। তবে এ বিষয়ে গোপন তথ্য সংবাদে জানা যায় তার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে  এযাবত জেলা পরিষদ থেকে যতগুলা উন্নয়ন সহায়তা এসেছে সে প্রত্যেকটি কাজের অনিয়ম করে আসছে বলে অভিযোগ তোলেন।
এ বিষয়ে মানবাধিকার কর্মীদের গোপন তথ্য ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়। রোজী সুলতানা নিজেকে খুব বড় নেতা মনে করে।
তার সাথে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকের  উপর চরাহয়ে তিনি বলেন আমি কম্বল দিয়ে কোন টাকা নেয় নি। আমি জেলা পরিষদ সদস্য আমার হাতে  যে ক্ষমতা আছে আমি যখন খুশি তাই তখন করতে পারি আমার পিছনে লাগলে আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।
এ বিষয়ে খোকসা পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম এর  মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন  সরকারি কম্বল অসহায় দুস্থদের মাঝে বিতরণের জন্য এটা বিক্রয় করা কঠিন অন্যায়  অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
৩ নং ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেন বাবলু এর সত্যতা স্বীকার করেন তিনি বলেন এ ধরনের কথা আমার কাছে একাধিক এসেছে। স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে বলেন এ ধরনের দুর্নীতিবাজ সদস্য ও জেলা পরিষদে না থাকাই উচিত।