খোকসায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র জমা দিলেন ১৪ জন প্রার্থী।
শেখ, মোঃ আকরাম হোসেনঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ বিশ্বাস এর সুযোগ্য সন্তান খোকসা যুবলীগের সংগ্রামী আহবায়ক আল মাসুম মোর্শেদ (শান্ত) ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ওয়াহিদুল ইসলাম,
খোকসা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহেব আলী,শোমসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডলের বড় পুত্র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেলিম রেজা খোকসা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, বিএ অনার্স এ, মোঃ সৈয়দ আলী আহসান, খোকসা শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (শুটকা)
খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও খোকসা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি বিশ্বাস (রাজু), খোকসা উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ খোকসা শাখা প্রধান মোঃ শহিদুল ইসলাম (সাইদুল) মোঃ শরিফুল ইসলাম (আলিফ খান)
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলো বর্তমান মহিলা ভাইস
চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা বিউটি, খোকসা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ পারভীন আক্তার, মরহুম শামসুদ্দিন খান চেয়ারম্যানের বড় পুত্রবধূ তানজিনা মিনা,
প্রার্থীরা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হাদীর হাতে ও কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
(পরের খবর) কুষ্টিয়ার মিরপুরের গোড়াদহে আগুনে দগ্ধ হয়ে গরু ছাগল ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। »