প্রধান মেনু

খোকসায় মতবিনিময় সভা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা  আব্দুর রউফ এম,পি

 মোঃআকরাম হোসেন, কুষ্টিয়াঃ  রবিবার বিকাল৫ টার দিকে খোকসা বাসভবনে সংবাদ সম্মেলন করলেন খোকসা কুমারখালী উপজেলার ৪ অাসনের এমি,পি বীরমুক্তি বীরযোদ্ধা  আব্দুর রউফ এম,পি৷ সে সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের  বিষয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের কিছু দিকনির্দেশনা করেন এবং  তিনি বলেন আমি যদি আগামীতে সংসদ সদস্য হতে পারি তাহলে খোকসার ওসমানপুর ব্রিজ  করব  রাস্তাঘাট স্কুল-কলেজ উন্নতি করার আশ্বাস দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার যাকে যোগ্য হিসেবে মনোনয়ন দেবে যে নৌকা প্রতীক পাবে আমরা তার সঙ্গে থেকেই নৌকার নির্বাচন করব বলে তিনি জানান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুর রউফ এমপি’র সহধর্মিণী ও কুমারখালী এম এন এ স্কুলের সভাপতি জান্নাতুল নাহার খোকসা উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুদ মোরশেদ শান্ত। চাপড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান রিন্টু  ও খোকসা যুবলীগের আহ্বায়ক মোঃ বাপি বিশ্বাস (রাজু) যুবনেতা মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।