প্রধান মেনু

খোকসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা আদায়

শেখ,মোঃ আকরাম হোসেন,খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ  কুষ্টিয়ার খোকসায় নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক খোকসা বাসস্ট্যান্ডে জয় গোপাল হোটেল, রমেন হোটেল ও ফজলু  হোটেলের মালিক দেরকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম এর অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বাসস্ট্যান্ডে জয়গোপাল হোটেলের মালিক গণেশ সাহা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে পচা বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ২০০৯ এর ভোক্তা অধিকার আইনে ৪৩ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা, একই অপরাধে বাসস্ট্যান্ডে রমেন হোটেলের মালিক রমেন সাহা কে ৩০ হাজার টাকা ও ফজলু হোটেলের মালিক ফজলুল হককে ২০ হাজার টাকা সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের। এসময় খোকসা থানার পুলিশের একটি দল উক্ত অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান পরে স্থানীয় সকলের মাঝে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।