খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে আজ বিএনপির বিক্ষোভ
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে গাজীপুর সিটি এলাকা এ কর্মসূচির বাইরে থাকবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করে বলেন, এ মুহূর্তে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে।
« ই-পাসপোর্ট চালু হচ্ছে দেশে (পূর্বের খবর)