প্রধান মেনু

খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার

জিয়াউর রহমান খাঁন: লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে দলের পক্ষ থেকে জানান হয়েছে। বুধবার লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে এই অস্ত্রোপচার হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনে প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল বলেন, ‘লন্ডন সময় ৮ আগস্ট সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ডান চোখের সফল অপারেশন হয়েছে। তিনি এখন ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার লন্ডন সফরে যান। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। এই সফরে চিকিৎসার পাশাপাশি বিএনপি নেত্রী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

খালেদা জিয়া কবে দেশে ফিরবেন তা এখনো ঠিক হয়নি। তবে আগামী ঈদুল আজহার আগে তার দেশে ফেরার সম্ভাবনা কম বলে জানা গেছে।

জিয়াউর রহমান খাঁন

সিনিয়র রির্পোটার/জাতীয় গোয়েন্দা সংবাদ