প্রধান মেনু

খানজাহান আলী আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।

গত ৯ই ফেব্রুয়ারী ২০১৮ইং ৯নং ওয়ার্ড ঈদগাহ ও খেলার মাঠে খানজাহান আলী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ ৯নং ওয়ার্ডের সহ সভাপতি বীর-মুক্তিযোদ্ধা মোঃ জসীম উদ্দিন এবং কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল কবির আজাদ।

এছাড়া অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ খান সহিদ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল কামালী বিদ্যুৎ, জাহানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মোল্লা, আসমা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নুরুল আমিন, প্রথম আলো কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর যুবরাজ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামীলীগ ৯নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ আজম খাঁন আর অনুষ্ঠানটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রতিষ্ঠান প্রধান মোঃ আব্দুল্লাহিল বাকী। অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে তারপর বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।

আর দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর ফুলদিয়ে অতিথিদের বরন করে জাতীয় সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ এরপর মনোঙ্গ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে আমন্ত্রীত অতিথিদের ভাষন এবং প্রধান অতিথি ও সভাপতি ভাষন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।