খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
ফরিদপুর ১২টি ইউনিয়নের অংশ গ্রহনের মাধ্যমে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা পরিষদের আয়োজনে বাখুন্ডা সদর উপজেলা ভিত্তিপ্রস্ত, জাতীয় পতাকা উত্তোলন,বেলুনও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মাননীয় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। গতকাল বিকালে ফরিদপুর সদর বাখুন্ডা কলেজ মাঠ প্রঙ্গনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গন মানুষের নেতা ফরিদপুর বাসীর অহংকার,উন্নয়নের কারীগড়, এলজিআরডি মাননীয় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি তিনি বলেন , প্রত্যেকটি খেলা দোলা শরীর মন ভাল রাখার পাশাপাশি দেশ ও জাতিকে সাড়া বিশ্বের কাছে মাথা উচুকরে বাচঁতে শেখায়। এই সময় তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতি তুলে ধরে বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে ভাবে দেশের জন্য দেশের জনগনের জন্য উন্নয়ন ধারা বজায় রেখে কাজ করে চলছেন এই উন্নয়ন ধারাকে বজায় রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পূনরায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফরিদপরের সুযোগ্য জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া,পুলিশ সুপার মোঃজামাল পাশা,জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড ভোকেট সুবল সাহা,সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ,সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সকল ইউনিয়নের চেয়ারম্যানদের মাননীয় মন্ত্রীমহোদয় ৫০ হাজার টাকা প্রদান করেন।