প্রধান মেনু

ক্রীড়া ধারাভাষ্যকারদের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ১৩ ডিসেম্বর,২০১৭ খ্রিঃ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনের গত তিন বছর ফোরামের কর্মকান্ড , ফোরামের বর্তমান অবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে গত কমিটির সাধারণ সম্পাদক ক্রীড়া ধারাভাষ্যকর ড. সাঈদুর রহমান সংগঠনের বার্ষিক প্রতিবেদন প্রতিবেদন পেশ করেন। এছাড়া কমেন্টেটরস ফোরামে বার্ষিক এ ধারাভাষ্য শিল্পটির গুনগত মানবৃদ্ধি আরো পরিশীলিত ভাবে উপস্থাপন তথা প্রমিত বাংলায় উচ্চারণ নিশ্চিতকরণের উপর জোর দেয়া হয়। একই সাথে সরকারী প্রচার মাধ্যমের পাশাপাশি বর্তমানে ক্রিকেট খেলার ধারাবিবরণী সম্প্রচারের জন্য বেসরকারী এফএম রেডিও গুলোকে ধন্যবাদ জানানো হয়। বিভিন্ন টেলিভিশন ও রেডিও-র মোট ৪৫ জন ধারাভাষ্যকার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেন। দেশের জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকারদের ব্যাপক উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে পুনরায় আলফাজউদ্দিন আহমেদকে সভাপতি, শামীম আশরাফ চৌধুরী ও ডা. অনুপম হোসেনকে সহ-সভাপতি এবং ড. সাঈদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সকল ধারাভাষ্যকারদের উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । নতুন কার্যনিবার্হী কমিটির সভাপতি: আলফাজউদ্দিন আহমেদ ,সহ-সভাপতি: শামীম আশরাফ চৌধুরী, সহ-সভাপতি: ডা.অনুপম হোসেন সাধারণ সম্পাদক: ড. সাঈদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক : এস এম আব্দুস শাকুর, সহ-সাধারণ সম্পাদক: মোঃ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক: মোঃ সামসুল ইসলাম কোষাধ্যক্ষ: মিজানুর রহমান চঞ্চল, প্রচার সম্পাদক: মাহমুদুল আহসান মুরাদ সদস্য: ১. মোঃ সালাহউদ্দিন ২. সামছুল আলম প্রিন্স ৩. রবিউল ইসলাম পলাশ ৪. কাজল সরকার ৫. ফাহিম রহমান ৬. কুমার কল্যাণ ৭. হাসান মাহাদি ৮. মির্জা ফরিদুল ইসলাম। নির্বাচন শেষে বাংলাদেশ কমেন্টেটরস ফোরামের সকল সদস্য ডিনারে অংশ গ্রহণ করেন।