প্রধান মেনু

ক্যারিবীয় দলে ফিরতে পারেন গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে ক্যারিবীয় দৈত্য ক্রিস গেইলের ঝড় দিয়ে। সেঞ্চুরি করে নিজের নাম লিখেছেন বৈশ্বিক টি-টুয়েন্টির নতুন কিছু রেকর্ডে। তবে বাংলাদেশে যখন তার ব্যাট চওড়া হচ্ছিল তার দল ওয়েস্ট ইন্ডিজ তখন নিউজিল্যান্ডে খাবি খাচ্ছিল। স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তবে বুধবার হোয়াঙ্গারেইতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে যোগ দিচ্ছেন গেইল। তাই ঝড়ের আশা করতেই পারে উইন্ডিজ।

২০১৪ সালে উইন্ডিজের হয়ে সর্বশেষ টেস্ট খেললেও ওয়ানডে ও টি-টুয়েন্টি নিয়মিতই খেলেন বাঁহাতি ব্যাটসম্যান গেইল। বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর দল তারা। ক্যারিবিয়রা আগের সে জৌলুশ হারিয়েছে অনেকদিন আগেই। তবুও গেইলের মত মারমুখী ব্যাটসম্যানের উপস্থিতি আলাদা আত্মবিশ্বাস জোগায় দলকে বিপিএলের ফাইনালে ৬৯ বলে ১৮ ছক্কায় ১৪৬ রান করে অপরাজিত ছিলেন ৩৮ বছর বয়সী গেইল। এই একটি তথ্যই তো প্রতিপক্ষ বোলারদের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট।

তবে কিউই পেসার লোকি ফার্গুসন বলেছেন তারাও প্রস্তুত গেইল ঝড় থামাতে, ‘আমাদের প্রারম্ভিক বোলাররা সুইং করাতে অত্যন্ত দক্ষ। অবশ্যই গেইল চ্যালেঞ্জের মুখ পড়বেন।’ তবে সেট হয়ে গেলে আর যে রক্ষা নেই তাও স্বীকার করেছেন এই ২৬ বছরের তরুণ পেসার, ‘তিনি যদি টিকে থাকেন তাহলে একজন বিশ্বমানের ব্যাটসম্যানের মত দীর্ঘক্ষণ ব্যাট করবেন এবং প্রচুর রান করবেন।’ এটাই তো ভয় প্রতিপক্ষের।