প্রধান মেনু

কোর্টে ফিরছেন নোভাক জকোভিচ

আজ শুরু হচ্ছে কাতার ওপেন। কিন্তু টুর্নামেন্ট থেকে শেষ মুহূর্তে নোভাক জকোভিচ নাম প্রত্যাহার করে নেয়ায় তালিকাভূক্ত খেলোয়াড়দের ঘাটতি দেখা যাচ্ছে। গত দুই বছর ধরে দোহায় চ্যাম্পিয়ন জকোভিচ কনুইয়ের দীর্ঘ ইনজুরির কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হন। ব্যক্তিগতভাবে তার অনুপস্থিতি সত্যিই শঙ্কার বিষয়। কারণ এতে জানুয়ারির মাঝামাঝিতে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাছাড়া টুর্নামেন্টে অংশ নিলেও জকোভিচের সম্ভাবনা নিয়েও অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। বড় তারকাদের অনুপস্থিতিতে নতুনদের তারকাদের সামনে নিজেদের প্রমানের সুযোগ থাকবে। জকোভিচের অনুপস্থিতিতে বাছাইয়ের শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন বিশ্বের পাঁচ নম্বর তারকা ডোমিনিক থেইম। নতুন বছরে নিজেকে আরো বেশি প্রমাণে মুখিয়ে আছে। গত বছর ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে কাতার ওপেন জিতেছিলেন সার্বিয়ান সুপাস্টার নোভাক জকোভিচ।