কোনো টিভি চ্যানেল বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, আইন মানতে হবে — তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো টিভি চ্যানেল বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, সম্প্রচারের ক্ষেত্রে দেশের আইন মানতে হবে। আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,‘ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রচার শুধু বাংলাদেশে নয়, সব দেশেই আইনত নিষিদ্ধ। দীর্ঘদিন ধরে এ খাতে আইনভঙ্গের রীতি ও বিশৃঙ্খলতা চলে আসলেও আমরা একে নিয়মের মধ্যে আনার বিষয়ে আন্তরিক।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারকে এ বিষয়ে সহায়ক ভূমিকা পালনের জন্য ধন্যবাদ।’ তথ্যমন্ত্রী সভায় জানান, ‘বিদেশি চ্যানেলগুলোর ক্লিনফিড (বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার) চালাবার জন্য তথ্য মন্ত্রণালয় যে দু’টি বিদেশি চ্যানেল বিতরণকারী প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছিল, তারা প্রাথমিক জবাব দিয়ে পরবর্তী কার্যক্রম জানাবার জন্য ১৫ দিন সময় চেয়েছিল। সে মেয়াদ এখনো শেষ হয়নি। তবে মনে রাখতে হবে, আইন বলবৎ করতে কাউকে অনির্দিষ্টকাল সময় দেয়া হবে না।
’ ‘কেব্ধসঢ়;ল অপারেটরদেরকেও এ বছরের শেষ নাগাদ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের জন্য আহ্বান জানানো হয়েছে’ উল্লেখ করেন মন্ত্রী। গুগল, ইউটিউব, নেটফ্লিক্স প্রভৃতি অনলাইন মাধ্যমে বিজ্ঞাপন প্রচারও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে আনা হবে, বলেন ড. হাছান মাহমুদ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একমত পোষণ করে এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতে বিদেশি চ্যানেল ডাউনলিংক করার ফিসের সমতা আনতেও সরকার সচেষ্ট হবে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আহ্বায়ক রেজওয়ানুল হক রাজাসহ সাংবাদিক শাকিল আহমেদ, মানস ঘোষ, সৈয়দ ইশতিয়াক রেজা, রাশেদ আহমেদ, রাহুল রাহা, মামুনুর রহমান খান, দীপ আজাদ, সাইফুল ইসলাম দিলাল, মোহাম্মদ নুর সাফা জুলহাস, ফাহিম উদ্দীন, নজরুল কবীর এবং মোঃ হারুন-অর-রশীদ তালুকদার প্রমুখ,
এ সময় অবিলম্বে বিদেশি চ্যানেলে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রচার বন্ধ, টিভি চ্যানেলে গণমাধ্যমকর্মী ছাঁটাই বন্ধের লক্ষ্যে গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন দ্রুত বাস্তবায়ন, এশিয়া মিডিয়া সামিট আয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সহায়তা ও চাকুরিচ্যুত গণমাধ্যমকর্মীদের জন্য আপৎকালীনভাতা বরাদ্দের অনুরোধ জানান। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম সভায় উপস্থিত ছিলেন।