কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কোটচাঁদপুর শহরের বলুহর ষ্ট্যান্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন দাবী করেন, তাজুল ইসলাম জামায়াতের কোটচাঁদপুর উপজেলা আমির। তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে। এর আগেও তিনবার নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। উপজেলা চেয়ারম্যান পদ থেকে তিনি প্রায় দেড় বছর ধরে সাময়িক বরখাস্ত ছিলেন। পরে উচ্চ আদালতের রায়ে উপজেলা চেয়ারম্যান পদে বহাল হন। ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত বাড়িঘর ভাংচুর ও লুটপাট।