কেন্দ্রীয় তহবিল হতে গার্মেন্টস শ্রমিকদের বিমা দাবির ৪ কোটি ৬ লাখ টাকা প্রদান
গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে বিজিএমইএ এবং বিকেএমইএ এর সদস্যভুক্ত গার্মেন্টস কারখানার ২০৩ জন মৃত শ্রমিকের বিমা দাবি বাবদ ৪ কোটি ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। আজ ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান গার্মেন্টস মালিকদের দু’টি সংগঠনের প্রতিনিধিগণের হাতে ঐ টাকার চেক হস্তান্তর করেন।
শ্রম প্রতিমন্ত্রী বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের হাতে ১৬৯ জন মৃত শ্রমিকের বিমা দাবির ৩ কোটি ৩৮ লাখ টাকার চেক এবং বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মোঃ মুনসুর আহমেদের হাতে ৩৪ জন মৃত শ্রমিকের বিমা দাবির ৬৮ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় গার্মেন্টস শিল্পের শ্রমিক ছাঁটাইয়ের শ্রমিক সংগঠনগুলোর অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে সম্প্রতি সরকার শ্রমঘন এলাকায় ২৯টি কমিটি গঠন করেছে। কমিটিগুলোর মাধ্যমে শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনার মাধ্যমে বিষয়টিসমাধান করা হবে।
এর আগে অনুষ্ঠিত গার্মেন্টস শিল্প বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির বৈঠকে তৈরিপোশাক খাতের শ্রমিকদের জন্য একটি কনফেডারেশন গঠনের বিষয়ে বিজিএমইএ’র লিখিত প্রস্তাবের প্রেক্ষিতে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি এবং নাজমা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।