প্রধান মেনু

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সভাপতির মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, কৃষিবিদ এ এম এম সালেহ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যায় সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।