কুয়ালালামপুরে নতুন ঠিকানায় পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধন
কুয়ালালামপুর ১৫ ভাদ্র (৩০ আগস্ট): মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরের জালান আমপাং এলাকায় নতুন এ সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়।
আজ আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। নতুন কার্যালয়ের উদ্বোধনের সময় ডেপুটি হাইকমিশনার মো: খোরশেদ আলম খাস্তগীরসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাসপোর্ট সেবা কেন্দ্রের নতুন ঠিকানা ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার, ৫০২৫ কুয়ালালামপুর, মালেয়শিয়া। পাসপোর্ট সেবা কেন্দ্র চালু থাকবে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শনিবার ও রবিবার বন্ধ থাকবে।