প্রধান মেনু

কুড়িগ্রাম ঘুরে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক-নায়িকা ইমন ও অপু বিশ্বাস

রান্নাঘরে নিরাপদভাবে এলপি গ্যাস ব্যবহারে গৃহিণীদের সাথে প্রচারণামূলক কাজে কুড়িগ্রাম ঘুরে গেলেন চিত্রনায়ক ইমন ও জানপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারে বসুন্ধরা এলপি গ্যাস আয়োজিত কর্মশালায় তারা মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় ১২০ জন গৃহিণীদের সাথে তারা অর্ধদিন ব্যাপি অনুষ্ঠানে সময় কাটান। দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস গৃহিণীদের নিরাপত্তার কথা চিন্তা করে ‘এলপি গ্যাসের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এই শ্লোগানে ‘নিরাপদ আবাস’ শীর্ষক সারাদেশে ক্যাম্পেইন আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন বসুন্ধরা এলপিজি’র মার্কেটিং এন্ড সেলস’র হেড অফ ডিভিশন মীর টিআই ফারুক রিজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক মনজিল হক। অনুষ্ঠানে ১২০জন গৃহিণীসহ বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্টদের এলপি গ্যাসের যথাযথ ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতন করা হয়। দেশে বছরে প্রায় ৬৫ লাখ রিফিল ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারিদের সংখ্যা দ্রুতহারে বৃদ্ধির ফলে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবসার পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তার কথা চিন্তা করে সচেতনতামূলক ক্যাম্পেইন ৫ম বারের মতো বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে আয়োজন করছে। অনুষ্ঠানে ক্যাম্পেইনের পাশাপাশি কুইজ, র‌্যাফেল ড্র, আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।