কুড়িগ্রামে রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মমার্ন্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলঝাঁ গ্রামের মৃত বাবর আলীর পুত্র জদ্দীমামুদ(৪৮) বিদ্যুতের মেইন তারে ঝুলানো গাছের ডাল পরায় মঙ্গলবার সকাল ১১টায় ডাল কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ লাশ দেখতে ভিড় জমায়। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ সরোওয়ার্দ্দী বাপ্পী নিশ্চিত করেছেন।
(পরের খবর) ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আলমগীর হোসেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য নির্বাচিত »