কুড়িগ্রামে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ম্বেচ্ছাতারিতার অভিযোগে এবং অবৈধ এডহক কমিটি বাতিলের দাবিতে মানবন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি কলেজের অধ্যক্ষ গোপনে এডহক কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটিতে শিক্ষার্থীদের অভিভাবকের নাম না দিয়ে বাদশাহ মিয়াকে অভিভাবক প্রতিনিধি করা হলেও তারকোন সন্তান কলেজে অধ্যয়ণরত নেই। এছাড়াও শিক্ষক প্রতিনিধি আব্দুল ওয়াহেদ জানেন না তাকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং তিনি অন্য একটি প্রতিষ্ঠান ভোগডাঙ্গা একে দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ইনডেক্সধারী এমপিওভুক্ত একজন শিক্ষক। এছাড়াও একটি শূন্য পদের বিপরীতে ৩/৪জন লোক নিয়োগের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এছাড়াও কলেজের হিসাব-নিকাশ, আয়ব্যয়,টাকা-পয়সাও তারা মেরে খাচ্ছে।
এসব অপকর্ম ঢাকতে দুর্নীতিবাজ, বাটপার ও অর্থলোভী অধ্যক্ষ মো: দবির উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম চৌধুরীসহ তাদের পছন্দের লোক দিয়ে অবৈধ এডহক কমিটি গঠন করেছেন। আমরা এই অবৈধ কমিটির বিলুপ্তি চাই এবং কলেজটি ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। মানবনবন্ধন শেষে অভিযোগের অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। এতে ৬০জন স্বাক্ষর করেন।