প্রধান মেনু

কুড়িগ্রামে কন্যা শিশু দিবস উপলক্ষে শিশুর প্রতিকী দায়িত্ব পালন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে প্রতিকী দায়িত্ব পালন করল শিশু শিক্ষার্থী এরিন রহমান তরী। মঙ্গলবার সকালে জেলার নাগেশ্বরী উপজেলার নবম শ্রেণির এই শিক্ষার্থী রংপুর প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিভিশনাল ম্যানেজারের প্রতিকী দায়িত্ব পালন করেন।

আগামিদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কন্যা শিশুদের সক্ষমতা তৈরীতে প্লান ইন্টারন্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশ যৌথভাবে বাল্যবিবাহ প্রতিরোধে
কুড়িগ্রামের ৯টি উপজেলায় কাজ করে যাচ্ছে। এই কর্মকান্ডে কন্যা শিশুদের যে কোন দায়িত্ব পালনের সক্ষমতা তৈরী করতে এরিন রহমান তরী দিনব্যাপী ডিভিশনাল ম্যানেজারের ব্যক্তিগত দায়িত্ব পালন করেন।

পরে তিনি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রধান শিক্ষক রুখসানা পারভীনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এমএ বকর, রংপুর প্লান ইন্টারন্যাশনালের ডিভিশনাল ম্যানেজার আব্দুল কুদ্দুস, প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম, আরডিআরএস’র প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্লান ইন্টারন্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)
প্রকল্প’র মাধ্যমে কন্যা শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠানের আয়োজন করে।