কুড়িগ্রামে কন্যাশিশু ও বাল্যবিবাহ নিরোধ দিবসে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে সারা দেশের ন্যায় র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের কন্যাশিশু ও নারীদের নিয়ে একটি বিশাল র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ইউএনও মাছুমা আরেফীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আর্জিনা খাতুন, চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, এনজিও প্রতিনিধি ঝরনা বেগম ,আবু বকর সিদ্দিক, সিরাজুল ইসলাম প্রামানিক প্রমূখ।