প্রধান মেনু

কুষ্টিয়া-খোকসায় বিয়ের আগেই এক এস, এস,সি পরিক্ষার্থীনীর সন্তান প্রসবঃ লম্পট প্রেমিক পলাতক।

শাহিন খোকসা,কুষ্টিয়াঃ  কুষ্টিয়ার খোকসা উপজেলায় এস.এস.সি পরিক্ষার্থী এক লম্পটের লালসার স্বীকার।  নির্বাচনী পরিক্ষা দিতে গিয়ে রাস্তার মধ্যেই সন্তান প্রসব করে। ঘটনার পর লম্পট স্বপন মাল পলাতক বলে জানা গেছে।
লম্পট পরিবারের মারপিটের ভয়ে থানায় অভিযোগ করতে পারছে না হতভাগা কন্যার পরিবার। প্রভাবাশালীরা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
কন্যার পরিবার সূত্রে জানা গেছে, খোকসার গুসাইডাঙ্গি গ্রামের দিনমজুর নাসির উদ্দিনের কন্যাকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত একই এলাকার মজিদ মালের ছেলে স্বপন মাল। একপর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন দেহভোগ করতে থাকে। যার ফলশ্রুতিতে নাবালিকা কন্যা হয়ে পড়ে সন্তান সম্ভবা। বার বার বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে করেনি। গতকাল পরিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যেই বেদনা শুরু হলে, পার্শ্ববর্তী বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে ওই ছাত্রী। ঘটনা জানাজানি হলে লম্পট পালিয়ে গেছে বলে জানা যায়।
কন্যার পরিবার তাদের ভয়ে থানায় অভিযোগ করতে পারছে না। বর্তমানে তারা অবরুদ্ধ রয়েছে। লম্পট বলছে ডিএনএ টেস্ট হবে। টেস্টে  সন্তানের পিতা প্রমাণিত হলে অামি তাদের দায়িত্ব নিব। এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর অারাফাত বলেন, ব্যবস্থা গ্রহণ করা হবে।