প্রধান মেনু

কুষ্টিয়ায় অপরহণের ৪০দিন পর স্কুল ছাত্রী জীবিত উদ্ধার করলেন কুষ্টিয়া ইবি থানার পুলিশ

মোঃআকরাম হোসেন   কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সদর উপজেলা ইবি থানাধীন মনোহারদিয়া ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী অপহরণের ৪০ দিন পর জীবিত উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।
ওই ছাত্রীর পিতা জানান, গত ৩০শে আগস্ট আমার মেয়ে অপহরণ হয়। পরবর্তীতে আমি জানতে পারি যে ইবি থানা এলাকার বলরামপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে আসিফ মোল্লা (২২) আমার মেয়েকে অপহরণ করেছে। এ বিষয়ে আমি ইবি থানার গত ৬ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি। যার মামলা নং-৩। এরপর থেকেই আসিফের চাচা সায়েম মোল্লা, মসলেম মোল্লা, ইসলাম মোল্লা, শাফায়েত মোল্লা ও সাকুল মোল্লা মামলা তুলে নেয়ার জন্য ঐ স্কুল ছাত্রীর বাবাকে হুমকি প্রদান করতে থাকে বলে জানা যায়। মেয়েকে উদ্ধারের জন্য এ বিষয়ে  ইবি থানায়  গত ০৮/০৯/২০১৮ তারিখে একটি সাধারণ ডায়েরি করে, যার নং-৩২৮। উক্ত মামলার ইবি থানার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর স্কুল ছাত্রীর বাবাকে মঙ্গলবার দুপুরে ফোন দিয়ে মেয়েকে পাওয়া গেছে এমন সংবাদ দিলে বাবা সহ পরিবারের লোকজন থানায় হাজির হয় ।
ঘটনা সুত্রে জানা যায় ভবানীপুর থেকে উদ্ধার করা হয়েছে ঐ স্কুল ছাত্রীকে। বিষয়টি নিয়ে মেয়ের বাবার সাথে কথা হলে তিনি জানান, এখনো তাকে হুমকি প্রদান করছে। এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী নিখোঁজের পর তার পিতা বাদী হয়ে ইবি থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে (মঙ্গলবার) চুয়াডাঙ্গা থেকে মেয়েটাকে উদ্ধার করি। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ই অক্টোবর (বুধবার) ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করানো হবে। ডাক্তারী পরীক্ষা শেষে তাকে ২২ ধারায় জবানবন্দির নেয়ার জন্য আবেদন করা হবে। তিনি আরো জানান, আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরো জানায় অতি শীঘ্রই মোবাইল প্রযুক্তির মাধ্যমে আসামীদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।