কুষ্টিয়ার শিলাইদহ বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুজ্জামান মন্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

নিজস্ব প্রতিনিধি, কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদ পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুজ্জামান মন্টু গতকাল ২৫ সেপ্টেম্বর বিকাল ৩.৪০ মিনিটে ইন্তেকাল করেন।গতকাল ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন সম্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা বি এন পির সভাপতি ও সাবেক এমপি সৈয়েদ মেহেদী আহাম্মেদ রুমী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহম্মদ মুছাব্বেরুল ইসলাম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী জেলা কমান্ডার আবু আহসান বরুন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
« কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল ছাত্রকে পেটানোর প্রতিবাদে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান (পূর্বের খবর)