কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
এম এ শাহিন হোসেন কুমারখালী,কুষ্টিয়াঃ কুমারখালী উপজেলার পান্টির চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের বিরুদ্ধে বিদ্যালয়ে দায়িত্ব পালনে গাফিলতি। বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজ পত্র বাসায় রেখে, নিয়োগ বানিজ্য, বিদ্যালয় ফান্ডের অর্থ আর্তসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষকের নানা অনিয়মের কারনে বিদ্যালয়ের লেখাপড়ার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, বিগ্নীত হচ্ছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীন পরিবেশ, নষ্ট হচ্ছে বিদ্যালয়ের সুনাম। ধীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের অনিয়মে অতিষ্ঠ সহকারি শিক্ষক, শিক্ষিকা, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি। ফলে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে অভিভাবক বৃন্দ। গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের খেলা মাঠে কয়েকশত অভিভাবক, বিদ্যালয়ের কার্যক্রম শুরুর সময় হলেও তালা ঝুলছে রুমের দরজায়।
শিক্ষক, শিক্ষার্থীরাও দাঁড়িয়ে আছে রুমের বাইরে। এবিষয়ে জানতে চাইলে, কতিপয় অভিভাবক নাম প্রকাশ না করা শর্তে বলেন, চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বার বার ছুটি কাটানো, অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের নানা প্রতিকুলতা সৃষ্টির কারনে অতিষ্ট হয়ে অাজ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় তারা বাধা সৃষ্টি করেছে। একটু পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে কুমারখালী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলমকে পাওয়া য়ায়।
বিদ্যালয়ের চলমান পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম ধীর্ঘদিন নানা অনিয়ম করে আসছে, এতে বিদ্যালয়ের খেলাপড়ার মান ও সুনাম ক্ষুন্ন হচ্ছে ফলে অভিভাবকগন ফুঁসে উঠেছে। পরবর্তীতে বিদ্যালয়ের স্বভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী বৃন্দ, অভিভাবক ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনার মাধ্যমে সাময়িক সমাধান হয়।
এতে উপস্থিত সমস্ত শিক্ষক, শিক্ষিকা, কর্মচারি ও সুধীজনদের সম্মতিক্রমে এবং বিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারি বিধি মতাবেক রেজুলেশনের মাধ্যমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকের হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুজ্জামান ঝন্টু, চৌরঙ্গী ফাঁরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলজার হোসেন, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মান্নান মোল্লা ও সাধারন সম্পাদক সামিউর রহমান সুমন সহ অভিভাবক বৃন্দ। জানা যায়, চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একধীক মামলা রয়েছে।