কুষ্টিয়ার কুমারখালীতে ৫ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক আটক।
এম এ শাহিন হোসেনঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজারের টেইলার্স মালিকের দ্বারা ৫ বছরের শিশু ধর্ষিত হয়েছে। অভিযোগ দায়েরের কিছু সময়ের মধ্যে ধর্ষককে আটক করে কুমারখালী থানা পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক ১২.৩০মিনিটে নন্দলালপুর বাজারে অবস্থিত টেইলার্স এর মালিক নন্দলালপুর ইউপির হাবাসপুর গ্রামের শলোক মোল্লার পুত্র তিন সন্তানের জনক হানিফ ( ৪৫) তার দোকানে টুকরা কাপড় টোকাতে আসা নন্দলালপুর বাজার সংলগ্ন মিঠুর মেয়ে সাবিনা (ছদ্মনাম) (৫)কে ফুঁসলিয়ে উপর্যুপরি ধর্ষণ করেছে বলে গোপন সুত্রে জানা যায়।
হানিফের সামনের দোকান মালিক গোপাল জানায়, জুম্মার নামাজের দিনে বাজার প্রায় ফাঁকা ছিল এমন সময় হানিফ দোকান বন্ধ করার কিছু সময়ের মধ্যে উল্লেখিত শিশুর মা এবং কয়েকজন হানিফের দোকানের সামনে এসে খোজা খুজী করছিল জিজ্ঞাসা করলে জানা যায় এই কুকর্মের বিষয়টি। এদিকে ঘটনার কিছু সময়ের মধ্যে শিশুটিকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে ৮ নং ওয়ার্ড ভর্তি রাখা হয়।
এ ব্যাপারে শিশুর পিতা মিঠু কুমারখালী থানায় অভিযোগ দায়েরের কিছু সময়ের মধ্যে থানা পুলিশ হানিফকে আটক করে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ জানান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ ক্লোজ ১ ধারায় হানিফের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হানিফের বড় ভাই হান্নানের সাথে মুঠো ফোনে আলাপ কালে জানায় বাজারের সমিতি ভুক্ত সদস্যদের নিকট থেকে আদায় কৃত অর্থ চড়া সুদে খাটানো হয়।
এই দায়িত্ব সম্পুর্ণরুপে হানিফের উপরে থাকায় বিষয়টি শত্রুতা মুলক। ধর্ষিত শিশু সাবিনা (ছদ্মনাম) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।