প্রধান মেনু

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল ছাত্রকে পেটানোর প্রতিবাদে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, কুমারখালী:  গত কাল  ২৬ সেপ্টেম্বর কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির দড়ি কমরপুর গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রকে পেটানোর প্রতিবাদে ও বিচারের দাবীতে আলাউদ্দিন আহাম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র /ছাত্রী মানববন্ধন করেছে আলাউদ্দিন নগর প্রধান সড়কে। এবং মানব বন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান ত্বড়িত ব্যবস্থা গ্রহনের জন্য কুমারখালী থানাকে নির্দেশ প্রদান করেন।
গত ২৪ সেপ্টেম্বর আনুমানিক সকাল  ৮.৩০ টায় দড়িকমরপুর গ্রামের জলিল শেখের পুত্র ৮ম শ্রেণীতে পড়ুয়া লিটন হোসেন  (১৪) অধ্যায়নরত আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে আসার পথে বিশ্বাস পাড়া চকরঘুয়া ব্রীজের নিকট পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে  আশরাফ খন্দকার, তার পুত্র রানা,  তার চাচাত ভাই সাইদুল সহ আরো কয়েকজন মিলে লাঠি ও বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে। লিটনের আত্নচিত্কারে এলাকা বাসী ছুটে আসলে আক্রমণ কারীরা পালিয়ে যায়। লিটনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
  লিটনের চাচা তছির উদ্দিনের ভাষ্যমতে দীর্ঘদিন যাবত উল্লেখিত এলাকায় শেখ ও খন্দকার পরিবারের মধ্যে বিরোধ চলছিল বিগত দুইমাস পূর্বে আলাউদ্দিন আহমেদের ভাতিজা সেজা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিশি বৈঠকের মাধ্যমে উক্ত বিরোধ মীমাংসা করে দেয়। গত ২৪ সেপ্টেম্বর তার ভাতিজা লিটনের উপর আক্রমণের হেতু তাদের বোধগম্য নয়। সে আরো জানায় নন্দলাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোঃ আতর আলী পানেলের মুল হোতা সে ইচ্ছা করলেই সব সমস্যার সমাধান কোরতে পারে। মোঃ আতর আলীর সাথে মুঠোফোনে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক বলেছেন দ্রুতগতিতে স্থানীয় ভাবে বিষয়টি সমাধান করার জন্য। আমরা উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করছি।