প্রধান মেনু

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি খরচে আইনের সহায়তা প্রদান বিষয়  ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এম এ শাহিন হোসেন কুষ্টিয়াঃ উন্নয়ন আর আইনের শাসন এগিয়ে চলছে বাংলাদেশ।  এর সুফল পাচ্ছে সারা বাংলাদেশের মানুষ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সরকারী খরচে আইনের সহায়তা প্রদান বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় কুমারখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান খানের সভাপতিত্বে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত অরূপ কুমার গোস্বামী।

 উপজেলা লিগ্যাল এইড কমিটি কুমারখালী শাখা আয়োজিত ও জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি কুষ্টিয়ার সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান ও কুষ্টিয়া জেলার দায়িত্বরত বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কুমারখালীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ স্কুল  কলেজের  ছাত্র ছাত্রীরা ।