কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ মদের ব্যবসায় চলছে অবৈধ পন্থায়।

নিজস্ব প্রতিনিধি কুমাখালীঃ স্কুষ্টিয়ার কুমাখালী উপজেলায় শিবুর নামে লাইসেন্স কৃত বৈধ বাংলা মদের দোকানে চলছে অবৈধ পন্থায়। এখানে বৈধভাবে বিক্রির থেকে অবৈধভাবে বিক্রির পরিমানটা বেশি। জানা যায় শিবুর মৃত্যুর পর তার দুই পুত্র সুজিত কুমার সিংহ রায় এবং সুভাষ কুমার সিংহ রায় পৈত্রক সুত্রে প্রাপ্ত উক্ত বাংলা মদের ব্যবসা পরিচালনা করার কথা থাকলেও নিজেরা পরিচালনা না করে শ্যালক এবং কর্মচারী দিয়ে চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুজিতের শ্যালক ভগো, সুভাষের কর্মচারী বিশ্ব, বাবলু ও ফারুকের নিকট বাংলা মদ বুঝিয়ে দিয়ে তারা চলে যায়। ক্রেতা এবং বিক্রতা উভয়েরই মদ বিক্রি এবং পানের লাইসেন্স থাকা অাবশ্যক। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গালি দেখিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা পরিচালনা করছে।