প্রধান মেনু

কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্বপ্রতিনিধি, কুমারখালী,কুষ্টিয়ারঃ
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কুৃষ্টিয়ার কুমারখালী উপজেলাতে আনন্দ র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আনন্দ র‌্যালিটি কুমারখালী ইসলামিয়া (ডিগ্রী) দাখিল মাদ্রাসা হতে শুরু হয়ে হলবাজার, গনমোড়, স্টেশন বাজার, বাস স্ট্যান্ড হয়েস্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে অডিটোরিয়ামে কুমারখালী ও খোকসার সকল মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  আলহাজ্ব মোঃ শাজাহান আলী মোল্লার সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য দেন কুৃষ্টিয়া ৭৮-০৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ, গন মানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মৃধা গোলাম কুদ্দুস, ০৪ নং  সদকী ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের সভাপতি ও ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ (আব্দুল মজিদ) কুমারখালী উপজেলা যুবলীগের  আহবায়ক ও চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, কুমারখালী জাতীয় পার্টির সভাপতি পিয়ার মুহাম্মদ ঠান্টু সহ কুমারখালী ও খোকসার সকল মাদ্রাসা প্রতিষ্ঠান শিক্ষক প্রমুখ।