প্রধান মেনু

কুষ্টিয়াতে চাঁদা না দেয়াতে হামলা আহত ৭ জন।

নিজস্ব প্রতিনিধিঃ স্কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউপির খোদ্দবনগ্রাম এলাকায় সৌদি প্রবাসীর নিকট অভিনব পন্থায় চাঁদা দাবী করে এবং চাঁদা না দিলে সংঘবদ্ধ হয়ে হামলাকারীরা আক্রমণ করে আহত করেছে।বিগত কিছুদিন পুর্বে সৌদি প্রবাসী আবুল হোসেন দেশে ফিরে রাস্তা সংলগ্ন বাড়ির কাজ আরম্ভ করেন। কাজের শুরুতেই একই এলাকার সহিদ (৪০)পিতা সুজুরুদ্দিন ও আব্দুর রশিদ ( ৩৩) পিতা ছলিমুদ্দি আবুল হোসেনের নিকট এসে বাড়ি নির্মাণ কাজে যে পরিমান ইটের প্রয়োজন হবে তাদের নিকট থেকে ক্রয় করার কথা বলেন। আবুল হোসেন তাদের ভাটার নাম জানতে চাইলে সব ভাটায় তাদের টাকা লগ্নি করা আছে বলে এবং যেকোন ভাটার ইট দেয়া যাবে বলে জানায়।

 তাদের প্রস্তাবে আবুল হোসেন রাজি না হলে তার নিকট চাঁদা দাবী করে এবং নির্মাণ কাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিষয়টি আবুল হোসেন তার আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীদের জানালে সহিদ ও রশিদ তার উপর ক্ষিপ্ত হয়।

এবং এরই ধারাবাহিকতায় গতো ৩ অক্টোবর আনুমানিক সকাল ৮.৩০ টায় সহিদ,রশিদ, খালেক (৪০) পিতা আবেদ আলী,আঃ হালিম (৩৫) পিতা আমোদ আলী, মামুন(২০) পিতা আব্দুল হালিম, সোহেল (২৯) পিতা আকামদ্দিন, পু কারে(৪৫) পিতা বদর উদ্দিন, সবুজ (৩০) পিতা রাজ্জাক সহ একটি সংঘবদ্ধ দল নির্মাণ কাজ স্থলে আক্রমণ চালায়। প্রথমেই তারা হামলা করে বিপ্লব(৩৫) পিতা আঃ গনির উপর এতে বিপ্লব মারাত্মক রক্তাক্ত জখম হয়। তখন ঘটনাস্থলে অন্যান্যরা ছুটে আসলে দেশীয় অস্ত্র দ্বারা সম্মিলিত ভাবে আবুল হোসেনের পরিবারের উপর হামলা চালায় শহিদ গং। এতে ঘটনাস্থলে শিলাইদহ ইউনিয়নের আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান (৫৫) মারাত্মক ভাবে আহত হন। এছাড়া সামছুদ্দিন (৫৫) পিতা মঙ্গল শেখ, বাবুল হোসেন (৪০)পিতা আঃ গনি, আসাদুল (৩৩) পিতা একই,  সুজন (২৫)পিতা আহাম্মদ আলী ও আপন (২৯) পিতা বাবুল হোসন আহত হয়।

পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত ৭ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।  আঃ মান্নানের আঘাত গুরুতর।  এ বিষয়ে মুঠোফোনে আব্দুর রশিদের সাথে আলাপ কালে জানায় সে কাজস্থলে গিয়ে মিস্ত্রি বিপ্লবকে ২নং ইট দিয়ে কাজ না করার কথা বলে মিস্ত্রি বলে ইট ১ নং এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মিস্ত্রিরা একত্রিত হয়ে তাকে মারধর করে। পরবর্তীতে সে তার আত্মীয় স্বজনদের নিয়ে এসে পাল্টা মারপিট করে। চাঁদা বাজীর বিষয়ে জানতে চাইলে সে বলে এটা সম্পুর্ণ মিথ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চোলছে।