প্রধান মেনু

কুষ্টিয়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটর বাইক আরোহী নিহত

উজ্জল: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউ পি এর গোবিন্দপুর এলাকায় সড়ক দ‍ুর্ঘটনায় শাকিল আহম্মেদ পাপ্পু (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়
শনিবার (৮ জুলাই) দুপুর ১১ টা ২০ মিনিট এর দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ পাপ্পু উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুর রশিদ মিয়ার পুত্র,

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান নিহত শাকিল আহমেদ পাপ্পু মোটর বাইক যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিল আহমেদ পাপ্পুর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে, নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে,।