কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে স্বস্তিপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে করিমন চালকের মৃত্যু
মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া প্রতিনিধিঃ রবিবার বিকেলে কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের স্বস্তিপুর ক্যানালের ব্রিজের রেলিং ভেঙ্গে এক করিমন চালক নিহত হয়েছে। পড়ে যায় এই করিমন। এতে নিহত হয় করিমনের চালক। আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এই সড়কটি নিরাপদ করতে সরকার ঘোষিত অবৈধ নছিমন করিমন ও তিন চাকার যান সম্পূর্ণভাবে চলাচল ব্যবস্থা গ্রহণ করুন। এই সড়কটির দিয়ে আপনিও চলাফেরা করেন। এমন একটি দুর্ঘটনা আপনার সাথেও ঘটতে পারে।
(পরের খবর) Hello world! »