প্রধান মেনু

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরতলীর বাড়াদীতে পুকুরের পানিতে ডুবে চাচাত ভাইবোন মাওয়া(৩) ও আপন(৩) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।মৃত কন্যা শিশু মাওয়া’র বাবা বাড়াদী গ্রামের আবুল কালাম জানান, আজ বুধবর সকালে শহরতলীর বাড়াদী গ্রামে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় শিশু কন্যা মাওয়া পানিতে তলিয়ে গেলে তার চাচাত ভাই আপন তাকে তোলার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুর পাড়ে দুই শিশুকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন। মৃত কন্যা শিশু মাওয়া বাড়াদী গ্রামের আবুল কালামের মেয়ে, ও আপন আমিন হোসেনের ছেলে। এক সাথে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দুই শিশু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন’র প্রক্রিয়া চলছে।