প্রধান মেনু

কুমারখালীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক 

শেখ মোঃ আকরাম হোসেন নিজস্ব প্রতিনিধিঃকুমারখালী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানের  নেতৃত্বে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্প এবং চৌরঙ্গি তদন্ত কেন্দ্রের পুলিশী মঙ্গলবার রাতের অভিযানে বাঁশগ্রাম দোপেরপাড়া এলাকা থেকে বেগম (৫০) এর নিকট থেকে ২৫০ গ্রাম গাজা, লাবলু (৩০) এর নিকট থেকে  ৫০ গ্রাম গাজা এবং ধলনগর থেকে মিন্টু শাহ (৩৫) এর নিকট থেকে  ১১ পিছ ইয়াবা   সহ গ্রেফতার করা হয়েছে। আসামীদের গ্রেফতার পূর্বক পৃথক তিনটি মাদক আইনে  মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।