প্রধান মেনু

কুমখালীর ভাঙ্গন পাইকগাছায় এমপি নূরুল হকের কবলিত এলাকা পরিদর্শন

পাইকগাছার গড়ইখালীর কুমখালী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। তিনি বৃহস্পতিবার সকালে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত কাজ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, ইউপি সদস্য বিপুল কান্তি মন্ডল, সাহবুদ্দীন গাইন, আব্দুস সালাম কেরু, অচিন্ত সরদার, আওয়ামী লীগনেতা আক্তার হোসেন গাইন, এসএম আয়ুব আলী, বিএম শফি ও গৌরপদ মিস্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার রাতে শিবসার প্রবল স্রোতে গড়ইখালী ইউনিয়নের কুমখালীর ফকির বাড়ীর সামনে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।