প্রধান মেনু

কাল সরকারী সফরে আসছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার রাজশাহী আসবেন। সরকারি এক তথ্য বিবরণীতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী আগামীকাল সকালে রাজশাহী কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে তিনি সার্কিট হাউসে রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপদ (সওজ) কর্মকর্তা
ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামি শনিবার সকালে রাজশাহী মাদ্রাসা মাঠে দলের কর্মিসভায় উপস্থিত থাকবেন। পরে তিনি নাটোরের উদ্দেশ্যে রাজশাহী ছাড়বেন। পথে তিনি রাজশাহী-নাটোর মহাসড়ক পরিদর্শন করবেন। ওই দিন দুপুরে তিনি নাটোর সার্কিট হাউসে নাটোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এরপর বিকেলে তিনি ঢাকার উদ্দেশে নাটোর ছাড়বেন।
( হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির- রাজশাহী)