প্রধান মেনু

কালিয়াকৈরে প্রকাশ্যে ব্যবসায়ীকে হানা, দুই ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ঃগাজীপুরের কালিয়াকৈরে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে এক ব্যবসায়ীর বাড়ির বাড়িতে হানা দিয়েছে মুখোশধারী কয়েকজন যুবক। এসময় ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম ও তার টাকা লুটের পর সন্দেহ হলে দুইজনকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এঘটনায় একটি মামলা হলে গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার কাঞ্চানপুর এলাকার মোতালেব মিয়ার ছেলে আসিফুল ইসলাম ওরফে আসিফ (২৫) ও পাশ্ববর্তী পাইকপাড়া এলাকার সাহাজ উদ্দিনের ছেলে কৌশিক হোসেন (১৯)।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই এলাকার দোকান ব্যবসায়ী মো. রাজিব সিকদার (২৬) পাশের গ্রাম দরগাচালা থেকে ওইদিন বিকেলে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে তিনটি মোটরসাইকেল যোগে ৫-৬ জন মুখোশধারী লোক তার গতিরোধের চেষ্টা চালায়। কিন্তু মুখোশধারী দেখে ভয়ে মোটর সাইকেল নিয়ে দ্রুত বাড়ীতে চলে যায় রাজিব। এরপরও থেমে থাকেনি মুখোধারীরা। দুটি মোটরসাইকেল তার বাড়ির পাশে থেমে গেলেও একটি মোটরসাইকেল যোগে দুজন লোক ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়।

এ সময় তারা নিজেদের ডিবি পরিচয় পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে বলে ‘তুই ইয়াবা বিক্রি করিস, ইয়াবা কই? এটা বলেই তাকে তল্লাশী চালায় তারা। কোনো কিছু না পেয়ে তাকে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তার পকেট থেকে পাঁচ হাজার ৩০০ টাকা লুট করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই দুই মুখোশধারীর পরিচয় জানতে চান। এসময় কথা-বার্তায় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। বাকী চারজন মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গেলে ডিবি পুলিশ পরিচয় দানকারী আসিফুল ইসলাম ওরফে আসিফ ও কৌশিক হোসেনকে সোপর্দ করে এলাকাবাসী।

এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় ওই ব্যবসায়ী রাজিব সিকদার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচজনের নাম উল্লেখসহ ছয়জনের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এরমধ্যে আসিফ ও কৌশিককে গ্রেপ্তারের পর গাজীপুর কোট হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীরা হলেন, উপজেলার মিনারবহ এলাকার মোসলেম সরকারের ছেলে সুমন সরকার (২০), পাশের পাইকপাড়া এলাকার আশরাফ আলী ওরফে আশুর ছেলে ফিরোজ মন্ডল (৩২), পাশের জৈনারবাজার এলাকার খোরশেদ আলম (২২) ও অপর একজনের নাম জানা যায়নি।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা ছিনতাই ছিল তাদের মুল উদ্দেশ্য। তবে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামীকে গাজীপুর কোট হাজতে প্রেরণ করা হয়। এছাড়া বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।