প্রধান মেনু

কালিয়াকৈরে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে খাদিজা আক্তার (২১) নামে জনৈকা গার্মেন্টস কর্মী ঘরের ধর্ণার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার বিকালে উপজেলার পুর্বচান্দরা এলাকার হাজী আজাহার আলীর ভাড়াটে বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত খাদিজা দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মদনপুর গ্রামের আসাদুল হকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর পূর্বে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মদনপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র আসাদুলের সাথে খাদিজা আক্তারের পারিবারিক ভাবে বিবাহ হয়।

বিবাহের পর স্বামী-স্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা এলাকার হাজী আজাহার আলীর বাসায় ভাড়া থেকে জীবিকা নির্বাহ শুরু করে। পেশায় স্বামী আসাদুল একজন রিক্সাচালক আর তার স্ত্রী খাদিজা স্থানীয় ব্লুভিশন গার্মেন্টস কারখানায় কর্মরত ছিল। কালিয়াকৈর থানার এসআই মোঃ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।